Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

হাসপাতালে আরও ১৯০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ০১:২৫ পিএম


হাসপাতালে আরও ১৯০ ডেঙ্গু রোগী

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ভর্তি হয়েছেন ১৪৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১ জন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চলতি মাসে ৭ হাজার ৮৪১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে।

আগস্ট মাসে দেশে ৭ হাজার ৯৬৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২০৮ জন।

আমারসংবাদ/এমএস