Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

‘বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা নেই’  

মো. মাসুম বিল্লাহ

মে ১৪, ২০২২, ০৩:২৩ পিএম


‘বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা নেই’  
ফাইল ছবি

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে হতে পারে বলে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে। তবে বাস্তবতা হলো এমনটি হওয়ার কোনো আশঙ্কা নেই। 

শনিবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবে ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক এক আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, বারবার শ্রীলঙ্কার কথা বলা হচ্ছে, যদি এমন পরিস্থিতি কৃত্রিমভাবে সৃষ্টি করা না হয়, তাহলে সেটি কখনোই হবে না।

মন্ত্রী বলেন, সমস্যা থাকবে তারপরেও বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে সমাধান করতে হবে। সরকারও সেটি করার চেষ্টা করছে। কল্যাণের জন্য কাজ করছে।

এম এ মান্নান আরও বলেন, শ্রমিকেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কিভাবে একটি মধ্যমপন্থী সমাধান করা যায় তার চেষ্টা করা হচ্ছে।

এতে বক্তব্য রাখেন- সিপিডির পরিচালক গোলাম মোয়াজ্জেম, বিকেএমইএর কার্যকরী সভাপতি মো. হাতেম, আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এতে সভাপতিত্ব করেন।

Link copied!