Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বৃষ্টিপাত থাকতে পারে আরও ৩ দিন

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৪, ২০২২, ০১:১৩ পিএম


বৃষ্টিপাত থাকতে পারে আরও ৩ দিন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

রোববার (৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী তিনদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কম ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ওমর ফারুক বলেন, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১১৬ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানান এ আবহাওয়াবিদ।

এবি

Link copied!