Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

আরও দুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৩, ২০২২, ১২:০৩ পিএম


আরও দুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টি

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে, যা অব্যাহত থাকতে পারে আগামী দুদিন অর্থ্যাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমে এগিয়ে দুর্বল হয়ে পরিণত হয়েছে লঘুচাপে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।

১ থেকে ২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে উপকূলের দ্বীপ ও চরগুলোতে। তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সমুদ্র বন্দরগুলোকে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এবি

Link copied!