Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩, ২০২২, ০৯:৩৬ এএম


আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে

উত্তর বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার (২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩ অক্টোবর) ও আগামীকাল বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে  সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও একই চিত্র দেখা যেতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। 

টিএইচ

Link copied!