Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রুপচর্চায় গাজরের ফেসপ্যাক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২১, ১০:৫০ এএম


রুপচর্চায় গাজরের ফেসপ্যাক

গাজর যেমন শরীরের জন্য উপকারী তেমনই ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও রয়েছে গাজরের অসাধারণ ভুমিকা। দোকানের যে কোনো দামি প্রোডাক্টের চেয়ে বাড়িতে বানানো গাজরের ফেসপ্যাক ত্বকের জন্য বেশি উপকারী।

চলুন জেনে নেই কীভাবে বানাবেন গাজরের ফেসপ্যাক--

শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য গাজরের ফেসপ্যাকঃ

গাজরের রস, ১ টেবিল চামচ ছোলার ডালের বেসন এবং অলিভ অয়েল কয়েক ফোঁটা নিয়ে পেস্টের মতো বানাতে হবে। এই পেস্ট পরিষ্কার মুখে মেখে ১৫/২০ মিনিট রেখে দিতে হবে। এরপর প্রথমে হালকা গরম পানিতে,পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। 

মিশ্র ত্বকের জন্য গাজরের ফেসপ্যাকঃ

মিহি করে কাঁটা ১টি গাজর, ২ চা চামচ গরুর দুধ এবং ১ চা চামচ বেসন দিয়ে একটি প্যাক বানাতে হবে। এই ফেসপ্যাকটি ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। 

আমারসংবাদ/এডি