Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ত্বকের জেল্লা ফেরাবে হলুদের ফেসপ্যাক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২১, ০৯:৪৫ এএম


ত্বকের জেল্লা ফেরাবে হলুদের ফেসপ্যাক

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেএবং র‌্যাশ-ব্রণের সমস্যা দূর করতে হলুদের কোনও জুড়ি নেই। ব্যস্তময় জীবনে নিয়মিত পার্লারে যেতে না পারলেও ঘরোয়া উপায়ে হলুদের ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন সঠিকভাবে ত্বকের যত্ন।  

হলুদ,মধু এবং দুধের ফেসপ্যাক: 

১/৪ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মধু আর দু’চামচ কাঁচা দুধ মিশিয়ে একটা ফেসপ্যাক তৈরি করে নিতে হবে। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। তারপর বানিয়ে রাখা প্যাকটি সারা মুখে লাগিয়ে নিতে হবে। 

মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

সপ্তাহে এক বার এই প্যাক ব্যবহার করলে ত্বকের বলিরেখা দূর হবে। 

হলুদ, অ্যাভোকাডো এবং টক দইয়ের প্যাক: 

১/৪ চা চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ অ্যাভোকাডার পেস্ট এবং এক চা চামচ টকদই একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। 

এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে। 

আমারসংবাদ/এডি