Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ত্বক পরিচর্যায় ভিটামিন ই-র জাদু

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৮:৪৫ এএম


ত্বক পরিচর্যায় ভিটামিন ই-র জাদু

ত্বকের পুরনো দাগ, চোখের নিচের কালো দাগসহ সব রকমের দাগ দূর করতে সাহায্য করে ভিটামিন ই। এছাড়াও সাহায্য করে  ত্বকে বয়সের ছাপ দূর করতেও। তবে ত্বক পরিচর্যায় কিভাবে ব্যবহার করবেন ভিটামিন ই ক্যাপসুল?

পুরনো কাটা দাগ এবং ব্রনের দাগে ভিটামিন ই ব্যবহারঃ

ত্বকের যেখানে কাটা দাগ, ব্রনের দাগ বা পক্সের দাগ রয়েছে সেখানে নিয়মিত এক-দুই ফোঁটা করে ভিটামিন ই তেল লাগাতে থাকুন। দেখবেন ধীরে ধীরে দাগ হালকা হতে থাকবে। 
 
চোখের নিচের কালো দাগে ভিটামিন ই ব্যবহারঃ

খাটি বাদাম তেলের সাথে ভিটামিন ই তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে খুবই কম সময়ে ভালো ফল পাওয়া যায়। 

কনুই আর হাঁটুর কালো দাগে ভিটামিন ই ব্যবহারঃ

ভিটামিন ই স্কিন ড্যামেজের দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত এই দাগে  ভিটামিন ই তেল লাগান। ২-৩ সপ্তাহের ব্যবহারেই পরিবর্তন দেখতে পাবেন।  

আমারসংবাদ/এডি