Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

পবিপ্রবিতে টিকার তথ্য দেয়ার সময় সীমা বাড়লো

মোহাম্মদ ইমরান হোসেন, পবিপ্রবি

জুন ১২, ২০২১, ০৭:১৫ এএম


পবিপ্রবিতে টিকার তথ্য দেয়ার সময় সীমা বাড়লো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিকার তথ্য দেয়ার সময়সীমা বেড়েছে। এর আগে প্রথম ধাপে মাত্র ৬০ ভাগ শিক্ষার্থী টিকার তথ্য পূরণ করেছিলো বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত ৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে জানানো হয় তিন সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শুরু হবে।

এরই প্রেক্ষিতে পবিপ্রবির বাকি শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে শিক্ষার্থীদের এই নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়, শিক্ষার্থী'র নাম, হলের নাম এবং এনআইডি নম্বরের তথ্য পূরন করে ১৭ ই জুনের মধ্যে রেজিস্ট্রার বরাবর প্রেরণ করার জন্য। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে শিক্ষার্থীদের কাছ থেকে এই তথ্য গুলো চাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ইমাদুল হক ফিরদাউছ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় নিয়ে এসে হল এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথা রয়েছে।

আমারসংবাদ/এআই