Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

স্বাস্থ্যবিধি মেনে নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ

জাককানইবি প্রতিনিধি

জুন ১৩, ২০২১, ১১:০৫ এএম


স্বাস্থ্যবিধি মেনে নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসারে পরীক্ষা গ্রহণ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ জুন) সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ শুরু হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন-কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ অন্যান্যরা।

উল্লেখ্য, প্রথম দিনের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেন।

আমারসংবাদ/এআই