Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

না ফেরার দেশে তানিন, কুবি পরিবারের শোক

কুবি প্রতিনিধি

জুলাই ২৯, ২০২১, ১২:৩৫ পিএম


না ফেরার দেশে তানিন, কুবি পরিবারের শোক

ফুসফুসে সংক্রমণ জনিত কারণে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিন মেহেদী (২২)। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি।

তানিনের বাড়ি চাঁদপুরের মতলব থানার লাখশিবপুর গ্রামে। ২০১৭-'১৮ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন তিনি। 

প্রথম বর্ষে ক্লাশ শুরুর কিছুদিনের মধ্যেই তার তার হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে। সেসময় ভারত থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেন তানিন। পরে ২০২০ সালে আবার তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে দেশেই চিকিৎসা নিতে থাকেন তিনি।

এ বিষয়ে তানিনের খালাতো ভাই মনির হোসেন বলেন, ক্যান্সার থেকে পানি জমে ফুসফুস ব্লক হয়ে যাওয়ায় নিউমোনিয়া ধরে যায় তানিনকে। কয়েকদিন ধরেই তানিন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলোনা। শেষে আজ সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।

উল্লেখ্য, তানিন মেহেদীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লাখশিবপুর গ্রামে। সেখানেই তার জানাযা এবং দাফন সম্পন্ন হবে।

আমারসংবাদ/এআই