Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

যথাযোগ্য মর্যাদায় পবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

পবিপ্রবি প্রতিনিধি

আগস্ট ১৫, ২০২১, ০৮:১০ এএম


যথাযোগ্য মর্যাদায় পবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালন করা হয়। 

অনুষ্ঠানের প্রথমে সকাল ৯.৩০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে ৯.৩৫ মি. বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুর‌্যাল এ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। একই সাথে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরনিকা "রক্তঝরা আগস্ট" এর মোড়ক উন্মোচন করা হয়।

১০:৩০ মি. ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল আলোচনায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং একইসাথে বঙ্গবন্ধুর হত্যাকান্ডে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানান। 

পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আমারসংবাদ/এআই