Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপণ করল পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা

পবিপ্রবি প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২১, ০২:৪৫ পিএম


স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপণ করল পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা

পটুয়াখালী জেলার অন্যতম সক্রিয়, স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বন্ধুসভা। করোনা প্রাদুর্ভাবের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষরোপণ করেছে পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা।

প্রথম আলো বন্ধুসভা সারাদেশব্যপী ছড়িয়ে আছে। বন্ধুসভা কর্তৃক আয়োজিত আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা,  সহমর্মিতার ঈদ, রঙ্গিন জামা বিতরনসহ বিবিধ সামাজিক উন্নয়নমূলক কাজের মধ্যে বছরের নির্দিষ্ট সময়ে সারাদেশে একমাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। "জীবন বাচাঁতে,সবুজের সাথে"  শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১তে অংশগ্রহণ করবে দেশের ১৩০ টি বন্ধুসভা।

এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট পটুয়াখালী জেলার স্বনামধন্য শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা। সেখানে বিভিন্ন ধরনের ফল ও ফুলগাছ যেমন আম, পেয়ারা, জলপাই, লেবু, পাতাবাহার, গন্ধরাজ, জবা প্রভৃতিসহ নানাবিধ ওষধি বৃক্ষ যেমন অর্জুন, নিম, হরতকি ইত্যাদি গাছ লাগানো হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে জানতে পটুয়াখালী বন্ধুসভার সভাপতি জাহিদা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, "প্রতি বছর মাসব্যাপী সারাদেশে সকল বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ দিবস উপলক্ষেও পটুয়াখালী বন্ধুসভার বন্ধুরা লকডাউনের কারনে নিজ নিজ বাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। জরুরি কাজে ঢাকা থাকার কারনে সরাসরি এইবার বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হতে পারিনি। 

তবে পটুয়াখালী এসে অবশ্যই নিজ বাসায় বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধু সভার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিবো। শুধু গাছ রোপন করাই শেষ কাজ নয় গাছের যত্ন ও রক্ষণাবেক্ষন করাও জরুরি। আসুন সবাই গাছ লাগাই এবং গাছের যত্ন নেই।"

বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে আয়োজিত এ মহৎ কাজের কেবল প্রশংসাই প্রাপ্য নয়, নিঃসন্দেহে তা অনুপ্রেরণামূলক। বৃক্ষরোপণ এবং এর যথাযথ পরিচর্যার মাধ্যমে সুরক্ষিত থাকবে পরিবেশ, আরো সুন্দর হবে পৃথিবী।

আমারসংবাদ/এআই