Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সজল

পবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৬:০৫ এএম


সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সজল

দ্যা ভেট সোসাইটি অব পাবনা এর সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস.এম. সাখাওয়াত হোসেন সজল। গেলো ২০ সেপ্টেম্বর দ্যা ভেট সোসাইটি অব পাবনা এর ২০২১, জুলাই-২০২৩, জুন পর্যন্ত দুই বছর মেয়াদি ৬৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনকৃত কার্যনির্বাহী কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও আছে। 

উক্ত কমিটির নির্বাচিত সভাপতি প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি, এনিম্যাল এ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ডিন এবং সাধারণ সম্পাদক এস.এম. সাখাওয়াত হোসেন সজল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এর ৭ম সেমিস্টারের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি পদপ্রাপ্ত ৭ জন প্রফেসর ড.মোঃবাহানুর  রহমান(বাকৃবি),ডা.মোঃ মোজাম্মেল হক (এডিশনাল ডিআইজি, ডিরেক্টর র্যাব-৪,মিরপুর), ডা. মোঃ সাইদুল ইসলাম (ডিজিএম,মিল্কভিটা,বাড়াবাড়ি), ডা. মোঃ মাহবুবুল ইসলাম টুকু মিঞা(ডিএলও,মানিকগঞ্জ), প্রফেসর ড. মোঃ গোলবার হোসেন (রাবি),ডা. মোঃ মতিয়ার রহমান (এমডি, আর্থ এগ্রো ফার্ম লিমিটেড), ড. মোঃ সাইদুর রহমান(সহযোগী অধ্যাপক, পবিপ্রবি)।সহ সভাপতি(ভিপি)  মাইদুল ইসলাম (সিকৃবি)। 

যুগ্ম সাধারণ সম্পাদক -১ আবু সালেহ মুসা(শেকৃবি),যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ ফেরদৌস ইসলাম (পবিপ্রবি)। যুগ্ম সাংগঠনিক সম্পাদক-১ সুব্রত কুমার পাল(সিভাসু),যুগ্ম সাংগঠনিক সম্পাদক-২ শফিউল্লাহ সুমন(পবিপ্রবি), যুগ্ম সাংগঠনিক সম্পাদক-৩ মোঃ আবির মাহমুদ (সিকৃবি)।কোষাধ্যক্ষ ড. মোঃ লিয়াকত হোসেন (ডিডি,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সিসভেক)।উপ কোষাধ্যক্ষ-১ ডা. রাশেদ খান বাসার(সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক লিঃ,দাশুড়িয়া শাখা, পাবনা)। 

উপ কোষাধ্যক্ষ-২ শাকিল আক্তার মামুন(ঝিসভেক)। দপ্তর সম্পাদক -রাজিব দাশ রিন্টু (গবি),উপ দপ্তর সম্পাদক-রাম প্রসাদ ঘোষ(ঝিসভেক)। তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক -বিশ্বজিৎ ভট্টাচার্য্য(খুকৃবি)। প্রচার সম্পাদক -মোছাঃ রাবিনা খাতুন(হাবিপ্রবি), উপ প্রচার সম্পাদক-মোঃ ওমার সিদ্দিক(শেকৃবি)।পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক -রিফাতুল ইসলাম সিফাত(বশেমুরকৃবি)।সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক -তামান্না খাতুন (রাবি)।উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-এনামুল হোসেন (বশেমুরবিপ্রবি)। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক -ইমরান(গবি)। 

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -মোঃ শায়লা আক্তার (বাকৃবি)।উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -মোঃ রাশেদ (বশেমুরবিপ্রবি)।ক্রীড়া সম্পাদক -মোঃ মহররম আলী-(হাবিপ্রবি)।গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক -রকিবুল হাসান সজিব (বশেমুরবিপ্রবি)।ক্যাম্পাস প্রতিনিধি বিষয়ক সম্পাদক-মোঃ কাওসার হামিদ(বাকৃবি)।উপ ক্যাম্পাস প্রতিনিধি বিষয়ক সম্পাদক-মোঃ আরাফাত হোসেন (রাবি)।এছাড়াও কার্যকরী সদস্য, ড. মির্জা আব্দুল জলিল (স্থায়ী সদস্য, বাংলাদেশের প্রথম ভেটেনারিয়ান),প্রফেসর ড. মোঃ মাহমুদুল আলম (বাকৃবি),ডা. মোঃ আবুল কালাম আজাদ(ইউএলও,হরিরামপুর, মানিকগঞ্জ),ডা. মোঃ আবুল কালাম (গ্লোবাল হেলথ সিকুরিটি স্পেশালিষ্ট, ইউএসএআইডি,বাংলাদেশ, ডিএলও অবঃ),প্রফেসর ড. সুকুমার সাহা(বাকৃবি), ডা. কাজী মোঃ রকিবুল ইসলাম (উপ প্রকল্প পরিচালক, ডিএলএস),ডা. কাজী আশরাফুল ইসলাম বাবু(ডিডি,এআই,ঈশ্বরদী),ডা. নাসরিন পারভীন হাসি (ইউএলও,এল/আর,রানীক্ষেত,এলআরআই,মহাখালী), ডা. জাহাঙ্গীর হোসেন(ইউএলও,এসএসও,কিউসিল্যাব,ডিএলএস,সাভার),ডা. মোঃ শহিদুল ইসলাম পোকন(ইউএলও,এল/আর,উপ প্রকল্প পরিচালক, ডিএলএস), ডা. মোঃ শাফিউল আলম পাভেল(ইউএলও,যশোর সদর),ডা. মির্জা মাইনুল মেহের(সহকারী অধ্যাপক, বশেমুরকৃবি),ডা. আশিকুজ্জামান আশিক(সহকারী অধ্যাপক, সিকৃবি), ডা. এস.এম. আব্দুল্লাহ (সহকারী অধ্যাপক, শেকৃবি),ডা. ফরহাদ হোসেন অনিক(এমডি,ইমাদ এগ্রি সায়েন্স, রাজশাহী), ডা. সুমন সরকার সেতু(লেকচারার, হাবিপ্রবি), ডা. আব্দুস সবুর(ইনচার্জ, বায়ো রিসার্চ ল্যাব,প্রভিটা গ্রুপ, ভালুকা,ময়মনসিংহ), ডা. তরিকুল ইসলাম অনিক(লাইভস্টক প্রোডাক্টশন অফিসার, সিভাসু),ডা.কে.এম.রফিকুল ইসলাম (ম্যানেজিং পার্টনার,উইল্টস মার্কেটিং কোঃ লিঃ),ডা. মোঃ হাফিজুর রহমান (এলইও,চাঁদপুর),ডা. নাসরিন কাজলী(এলইও,সুজানগর, পাবনা),ডা. শারমিন আক্তার (এমএসসি,রাবি),মোছাঃ জান্নাতুল নেছবা মিথীলা(ঝিসভেক),মেহেদী হাসান সুমন(খুৃকৃবি),আব্দুল্লাহ আল মাহমুদ (গবি),হিমেল আহমেদ (পবিপ্রবি), সোনিয়া হাসনাত জাহান(শেকৃবি),মুক্তাদির রহমান (হাবিপ্রবি), রোকেয়া জান্নাত কেয়া(রাবি),আবু হানিফ (বশেমুরকৃবি),ওমর ফারুক (সিসভেক),মাহমুদুর রহমান (সিকৃবি),মোঃ মেহেদী হাসান (বাকৃবি)।

দ্যা ভেট সোসাইটি অব পাবনা এর আহবায়ক ডা. মোঃ মাহবুবুল ইসলাম টুকু মিঞা, (ডিএলও,মানিকগঞ্জ) এবং যুগ্ম আহবায়ক প্রফেসর ড. মোঃ গোলবার হোসেন( রাবি) উক্ত কমিটি অনুমোদন দেন।

আমারসংবাদ/এআই