Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কৃষির আধুনিকায়ন বঙ্গবন্ধুর উদ্যোগ: পলক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৬:৫৫ এএম


কৃষির আধুনিকায়ন বঙ্গবন্ধুর উদ্যোগ: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষির আধুনিকায়ন, কৃষকের ন্যায্যমূল্য নির্ধারণে বঙ্গবন্ধু উদ্যোগ নিয়েছিলেন। 

তথ্য-প্রযুক্তির ভিত্তি রচনা করেছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে আজ প্রযুক্তি নির্ভর একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। প্রযুক্তির ব্যবহার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আয়োজনে "চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ" শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন। 

পলক আরও বলেন, কর্মক্ষেত্রে নিয়োজিত প্রায় ৪৮.৪ শতাংশ মানুষ কৃষিতে জড়িত। জাতীয় জিডিপিতে কৃষির অবদান ১৭.৫ শতাংশ। প্রযুক্তি ক্ষেত্রে মাত্র ১২ বছরে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষিতে প্রযুক্তি ব্যবহারে নতুন নতুন বাজার তৈরি হচ্ছে। এসব কৃষি অর্থনীতিতে সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। কন্টাক্ট ফার্মিং, অর্গানিক ফার্মিং, স্মার্ট ফার্মিং এর দিকে আমাদের নজর দিতে হবে। রিমোট কন্ট্রোল মেশিন ব্যবহারের বিকল্প নেই। ডিজিটাল ভিলেজ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি গ্রামে শহরের নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে। 

কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। 

স্বাগত বক্তব্য রাখেন-সমিতির মহাসচিব মোহাম্মদ মিজানুল হক কাজল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঞ্জুরুল আলম।

এছাড়া মুক্ত আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক, গবেষক এবং বিভিন্ন শিক্ষকবৃন্দ অংশ নেন। 

আমারসংবাদ/এআই