Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

শিক্ষা ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ০৪:৪৫ এএম


রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১২টা থেকে ১টায় দ্বিতীয় শিফট ও বিকেল ৩টা থেকে ৪টায় তৃতীয় শিফটের পরীক্ষা হবে।  

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে সকাল সাড়ে ১০ টায় শেষ হবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ২ হাজার ৬৯টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৩ হাজার ৫৫৮ জন। 'এ' ইউনিটে প্রতি আসনে লড়াই করবেন ২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া ‘বি’ ইউনিটে আবেদন করেছে ৩৯ হাজার ৮৯৫ জন। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত আসন ছিল ১ লাখ ৩৫ হাজার। তবে চূড়ান্তভাবে আবেদন করেছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।

এছাড়া আগামীকাল 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।  প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। তৃতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হয়ে শেষ হবে ৪টায়।


আমারসংবাদ/ইএফ