Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে আলোচনা সভা

জবি প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২১, ০৭:২৫ এএম


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে আলোচনা সভা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়ালি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক প্রধান অতিথি ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.নূর মোহাম্মাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম এবং মূখ্য আলোচক হিসেব অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগ থেকে নিয়মিতভাবে প্রকাশিত মনস্তাত্ত্বিক পত্রিকা "মনকথা" এবং একাডেমিক জার্নাল "Jagannath University Journal of Psychology-2020" এর মোড়ক উন্মোচন করা হয়।

আমারসংবাদ/এআই