Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

জাবিতে চলছে ভ্যাক্সিনেশন কার্যক্রম

অক্টোবর ১১, ২০২১, ০৯:০৫ এএম


জাবিতে চলছে ভ্যাক্সিনেশন কার্যক্রম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে।

১১ অক্টোবর (সোমবার) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

সরেজমিনে দেখা যায়, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাকেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা সুরক্ষা এপে বা Univac.gov.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে ভ্যাক্সিন গ্রহণ করতে পারছে। 

তবে জাতীয় পরিচয়পত্রের অভাবে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে হল প্রাধ্যক্ষের অনুমতিক্রমে ভ্যাক্সিন নিতে পারবে৷ 

চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শামসুর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা ৭০০০ ডোজ টিকা পেয়েছি৷ যারা এখনো টিকা পায়নি তারাই মূলত টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে৷ শিক্ষার্থীদের আপাতত এক ডোজ টিকা দিয়ে হলে উঠানো হবে। সকল শিক্ষার্থী টিকার আওতায় না আসা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।

ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক এ এ মামুন বলেন, প্রতিদিন ২০০০ টিকা দেয়ার সামর্থ্য আমাদের আছে। প্রথম পর্যায়ে ১৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে৷ পরবর্তীতে এ কর্মসূচি আরো কিছুদিন বর্ধিত করা হবে।

আমারসংবাদ/এআই