Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

বশেমুরবিপ্রবি শিক্ষকের জানাজায় হাজারো মানুষের ঢল

নাইমুল ইসলাম কল্লোল, বশেমুরবিপ্রবি

অক্টোবর ১৪, ২০২১, ১০:১০ এএম


বশেমুরবিপ্রবি শিক্ষকের জানাজায় হাজারো মানুষের ঢল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান রাজিব গতকাল সড়ক দুর্ঘটনায় মারা যান। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তারপর তার মরদেহ নিয়ে আসা হয় তার প্রিয় কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে সকাল ১০টা ৩০মিনিটে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজারো শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী বলেন," একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন আমরা তাকে আজীবন শ্রদ্ধাভরে স্মরন করবো"। 

পারিবারিক সূত্রে যানা যায় তাকে পিরোজপুরের কদমতলা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।