Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ববি কেন্দ্রে অংশ নেবে ৬৫৪৮ শিক্ষার্থী

ববি প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২১, ১১:৪৫ এএম


গুচ্ছ ভর্তি পরীক্ষায় ববি কেন্দ্রে অংশ নেবে ৬৫৪৮ শিক্ষার্থী

গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ছয় হাজার ৫৪৮ জন শিক্ষার্থী। 

এরমধ্যে 'এ' ইউনিটে ৩ হাজার ৪৫৮ জন, 'বি' ইউনিটে ২ হাজার ২৯৩ জন এবং 'সি' ইউনিটের পরিক্ষার্থীর সংখ্যা ৭৯৭ জন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন নয়া শতাব্দীকে এ তথ্য জানান।

উল্লেখ্য, জিএসটি ভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বলা হয়েছে, ১৭ অক্টোবর 'এ' ইউনিটে বিজ্ঞান, ২৪ অক্টোবর 'বি' ইউনিটে মানবিক এবং পহেলা নভেম্বর 'সি' ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে।

আমারসংবাদ/এআই