Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি নীল দলের

জবি প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২১, ০৮:২০ এএম


সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জবি নীল দলের

সম্প্রতি রংপুরের পীরগঞ্জ ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য হামলা-নির্যাতন ও ঘরবাড়ি জ্বালাও পোড়াও এর সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

মানববন্ধনে নীল দলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহসান এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানসহ আরও অনেক  শিক্ষক। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীল দলের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন।

আমারসংবাদ/এআই