Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সাততলা বস্তিতে আগুন: তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২০, ০৪:০০ এএম


সাততলা বস্তিতে আগুন: তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

রাজধানী ঢাকার মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ১ টায় ঘটনাস্থলে গিয়ে এ কথা জানান তিনি। 

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, আগুনের ঘটনা তদন্ত করতে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।

তিনি আরো বলেন, ভস্মীভূত ঘরের সংখ্যা ৪০ থেকে ৬০টির মধ্যে হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে বস্তিতে ৩০০ এর বেশি দোকানপাট ছিল বলে বাসিন্দারা দাবি করেছেন। এসব দোকানপাট পুড়ে গেছে।

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। পরে রাত রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

আমারসংবাদ/জেডআই