Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ইউথ এন্ট্রাপ্রেনারশিপ ও ই-কমার্স প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাশেম রেজা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২০, ১০:৩৫ এএম


ইউথ এন্ট্রাপ্রেনারশিপ ও ই-কমার্স প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাশেম রেজা

দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই ইউথ এন্ট্রাপ্রেনারশিপ ও ই-কমার্স প্লাটফর্ম ‘ইয়েপ’। বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে এরই মধ্যে পথচলা শুরু করেছে এটি।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ‘চিলি গার্ডেন’ রেস্টুরেন্টে ‘ইয়েপ’র উদ্বোধনী আয়োজন করা হয়।

এতে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-কমার্স প্লাটফর্মটির শুভ উদ্বোধন করেন জাতীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা (চেয়ারম্যান এইচআর গ্রুপ)।      

[media type="image" fid="99926" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

তিনি বলেন, দেশে এই প্রথম তরুণ ও দরিদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করার উদ্দেশে যাত্রা শুরু করেছে ইয়েপ ই-কমার্স প্লাটফর্ম। তাদের এ আয়োজনে উপস্থিত হতে পেরে আমি উচ্ছ্বসিত। আশা করছি এ প্লাটফর্মটি প্রচারের মাধ্যমে প্রসার ঘটাতে সক্ষম হবে। এসময় তিনি ‘ইয়েপ’র প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

দেশে ভালো উদ্যোক্তা তৈরি করার পাশাপাশি সকলকে ডিজিটাল মার্কেটিং শেখানো, সেসঙ্গে দরিদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানসহ নানা উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে ইয়েপ ই-কমার্স প্লাটফর্ম। 

[media type="image" fid="99927" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

ইয়েপ কাদের নিয়ে কাজ করবে, উদ্দেশ্য কি?

ইয়েপ একটি ই-কমার্স প্লাটফর্ম। মূলত এটি কাজ করতে চায় তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল উদ্যোক্তাদের নিয়ে।

[media type="image" fid="99930" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

‘ইয়েপ’র উদ্দেশ্য

  • উদ্যোক্তা তৈরি করা।
  • দেশের আর্থ সামাজিক অবস্থা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টি করা।
  • ইয়েপ এর মূল লক্ষ্য মানুষের জন্য সঠিকভাবে কাজ করা।
  • ইয়েপ এর আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করা হবে ডিজিটার মার্কেটিং সিস্টেম শেখানো।
  • বিভিন্ন কোর্স শেখানো সম্পূর্ণ বিনামূল্যে।
  • দেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম হিসেবে প্রমাণ করা।
  • ফ্রি ব্লাড ডোনেশন/ক্যাম্প করা।
  • দরিদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা।
  • মেডিকেল হেলথ প্রোগ্রাম করা।

আমারসংবাদ/জেডআই