Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ডিএনসিসি ভবনের ১০ তলায় আগুন লেগেছে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২১, ১০:৫৫ এএম


ডিএনসিসি ভবনের ১০ তলায় আগুন লেগেছে

রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের ১০ তলায় আগুন লেগেছে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টা ৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। 

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার। 

তিনি বলেন, গুলশান-২ এর নগর ভবনের ১০ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে, আগুন খুব একটা বড় হবে না। 

এদিকে ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন জানান, নগর ভবনের লেভেল ১০ এ হঠাৎ করে একটি বাল্ব নষ্ট হয়ে আগুন ধরে যায়। পরে করপোরেশনের একজন কর্মচারি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তা নিভিয়ে ফেলে। 

আমারসংবাদ/জেডআই