Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বিহারীদের উচ্ছেদের প্রতিবাদে মেয়র আতিকের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২১, ০১:০০ পিএম


বিহারীদের উচ্ছেদের প্রতিবাদে মেয়র আতিকের কুশপুত্তলিকা দাহ

রাজধানীর পল্লবীর ১১ নম্বর এলাকার উচ্ছেদ-ভাংচুরের প্রতিবাদে অনশন পালন করেছে বিহারীরা। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মিরপুর ১১ নম্বর এভিনিউ ৪নং রোডের বড় মসজিদের সামনে বিহারীদের সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনশনে অংশগ্রহণ করেন। 

অনশনের এক পর্যায়ে বিক্ষোদ্ধ বিহারীরা ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ নান্নুর কুশপুত্তিলিকা দাহ করেন। 

উর্দু স্পিকিং পিপলস উইথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, গত ২১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী হাজার গৃহহীনদের বাড়ি উপহার দিয়েছেন। সে দিনই মিরপুরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হাজারো বিহারীদের গৃহহীন করেছেন ডিএনসিসি মেয়র আতিক। আমাদের এ ক্যাম্পগুলোতে ৫নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু সহ শাতাধিক প্রভাবশালীদের প্লট রয়েছে। উচ্ছেদ অভিযানের পর পরই এ প্লটগুলোর বেশ জায়গা দখল করা হয়েছে। ন্যায় বিচারের জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। 

অনশনে বিহারী নেতারা বলেন, আগামী ২ মে পর্যন্ত আপিল বিভাগের স্থিতাবস্থা থাকার পরও অবৈধভাবে আমাদের ক্যাম্প এর ঘরবাড়ি উচ্ছেদ ও ভাংচুর করেছে ডিএনসিসি। মেয়র আতিকের উপস্থিতিতে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় কাউন্সিলর নান্নুর ভাই নিরীহ বিহারীদের অস্ত্রের ভয়  দেখিয়েছে। আমরা এ হামলার সাথে জড়িত মেয়র আতিক সহ সকলের শাস্তি চাই। 

পল্লবী থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, তারা বিক্ষোভ করেছে কি না আমার জানা নেই। তারা বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী অনশন করবে এটুকুই জানি। 

ওসি আরও বলেন, আমি দুপুর ২ টায় গিয়ে ছিলাম। তখন তাদেরকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখিনি।

আমারসংবাদ/কেএস