Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

স্বাস্থ্যবিধি না মানায় বসুন্ধরা সিটিতে ১৭ মামলা

নিজস্ব প্রতিনিধি

মে ৪, ২০২১, ০৮:০০ এএম


স্বাস্থ্যবিধি না মানায় বসুন্ধরা সিটিতে ১৭ মামলা

স্বাস্থ্যবিধি না মেনে দোকানে বেচাকেনা করায় রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দোকানিদের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়েছে। তাদের বিভিন্ন অঙ্কের জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে এ অভিযান ‍শুরু করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক।

তিনি জানান, অভিযানে মোট ১৭টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে মোট সাড়ে ৫ হাজার টাকা। জরিমানার মধ্যে সর্বোচ্চ অঙ্ক, ১০০০ টাকা, সর্বনিম্ন ৫০ টাকা।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট যেই ফ্লোরে যাচ্ছিলেন, সেই ফ্লোরেই বিদ্যুৎ বন্ধ করে দেয়া হচ্ছিল। রফিকুল বলেন, ‘আপনারা তো দেখতে পারছেন। এটা কর্তৃপক্ষ বুঝতে পারবে কেন বিদ্যুৎ নেই। তবে আমি আমার অভিযান পরিচালনা করা যাব।’

এর আগে করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় পল্টনের চায়না টাউন মার্কেট বন্ধ করে দেয় দোকান মালিক সমবায় সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনী।

আমারসংবাদ/আরএস