Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বিধিনিষেধের সপ্তম দিনে গ্রেপ্তার ৫৬২ জন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২১, ০১:০০ পিএম


বিধিনিষেধের সপ্তম দিনে গ্রেপ্তার ৫৬২ জন

সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে রাজধানী থেকে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ঠুনকো কারণ দেখানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেপ্তার ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।’

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

আমারসংবাদ/ইএফ