Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর’

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২১, ০৬:১০ এএম


‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর’

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাফ ভাড়া দিতে রাজি হয়েছেন বাস মালিকরা। আগামী ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। তবে এটি শুধু ঢাকার মধ্যে কার্যকর হবে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘাষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। 

তিনি বলেন, ‘ শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিষয়টি নিয়ে আমরা বসে নেই। আমরা দফায় দফায় সভা করেছি। গতকাল ঢাকার ১২০টি পরিবহন মালিক, পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠক করেছি। ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। 

সকল পরিবহনের মালিক ও শ্রমিকদের এ সিদ্ধান্ত কার্যকর করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এরপর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

গেলো বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী মৃত্যু হয়। এরপর সোমবার রাত ১০টার দিকে ডিআইটি রোড পূর্ব রামপুরা লাজ ফার্মার সামনে গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একরামুন্নেসা স্কুল শিক্ষার্থী মারা যান। এরপর থেকেই সেই আন্দোলন আরও গতি পায়।

আমারসংবাদ/এআই