Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সরকারের দুই বছর পূর্তি

জানুয়ারি ১২, ২০১৬, ০৭:১১ এএম


সরকারের দুই বছর পূর্তি

মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দুই বছর পূর্তি হলো আজ। ২০১৪ সালের ১২ জানুয়ারি শপথের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করে। ওই বছর ৫ জানুয়ারির ওই নির্বাচনে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবং জোট অংশ নেয়নি। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই নির্বাচনে ফের ক্ষমতায় আসে। দু’বছরে সরকার অনেক ক্ষেত্রেই সফল তবে সবচেয়ে বড় সফলতা ৫ জানুয়ারির নির্বাচনকে সামাল দেয়া এবং যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া। এর মাঝেই সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।গত দুই বছরে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। সরকারের বড় সাফল্য হলো ভারতের সঙ্গে আমাদের সীমান্ত চুক্তি। ভারতের সঙ্গে সীমানা নিয়ে সমস্যা ছিল। সঠিক সীমানা নির্ধারণ ৪৪ বছরেও হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার মধ্য দিয়ে ছিটমহল সীমানা সংক্রান্ত সমস্যা দূর হয়। পররাষ্ট্রনীতি ও রাজনীতির গুরুত্বপূর্ণ অর্জন এটা। বর্তমান সরকারের আরেকটি বড় সাফল্য হলো পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু। এটি নিয়ে নানা মহল থেকে ষড়যন্ত্র করা হয়েছিল। বর্তমানে নিজস্ব অর্থায়নে দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ কাজ চলছে। দেশি-বিদেশি চক্রান্তের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে দূরে সরে যায়। এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা। পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়, বরং বাস্তবতা। মেগাসিটি, মেট্রোরেল, ট্যানেল এবং পারমাণবিক বিদ্যুকেন্দ্র, ফ্লাইওভারসহ নানা উন্নয়ন কাজ বর্তমান শেখ হাসিনা সরকার তা বাস্তবে রূপ প্রদান করছেন। মেট্টোরেল, মনোরেল ও ফ্লাইওভারের কাজ চলছে। চার লেনবিশিষ্ট সড়কপথ হচ্ছে। দাতা সংস্থাগুলো অর্থ প্রদানের জন্য ফের ফিরে এসেছে। স্বাস্থ্য খাতে আমাদের অভাবনীয় অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। বর্তমানে গ্রামীণ বা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের কাছে অনুকরণীয় দৃষ্টান্তস্বরূপ প্রাধান্য পাচ্ছে। মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। গ্রামীণ ক্লিনিক সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা কমেছে। বইয়ের একটি সংকট ছিল; তা দূর হয়েছে। প্রতি বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জন করা সম্ভব হয়েছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উচ্চফলনশীল বীজ এবং কৃষি উপকরণ সহজলভ্য করার জন্যই এ অবস্থায় উপনীত হওয়া সম্ভব হয়েছে। বর্তমান সরকার কৃষকদের অনেক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। আমাদের বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা খাদ্য আমদানি করতে ব্যয় হতো। কিন্তু বর্তমানে তা না হওয়ায় রিজার্ভ বেড়েই চলছে। বিএনপি তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করেছে। পৌর নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচনে ফিরছে।তবে দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই। কারণ বিএনপি তাদের দাবি প্রতিষ্ঠিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। আর এ সুযোগেই সরকার এগিয়ে যাচ্ছে। সামনে রাজনীতিতে ইতিবাচক ধারার সৃষ্টি হতে পারে। নির্বাচমুখীতাই তার ইঙ্গিত দেয়। বিএনপি এবং আওয়ামী লীগের এবারের ৫ জানুয়ারির নমনীয় কর্মসূচি দেখলেই তা বোঝা যায়। সরকার সব ক্ষেত্রেই সফল তবে সবচেয়ে বড় সফলতা ওই নির্বাচনকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলা এবং যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া। বিনিয়োগ বাড়াতে সরকারকে বেশি মনোযোগ দিতে হবে। আমাদের এ রিজার্ভ কর্মসংস্থানের দিকে ব্যবহারের কাজে নজর দিতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো অর্থবহ ও গ্রহণযোগ্য করতে হবে।