Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

৭ কোটি টাকার গম নিয়ে ডুবল এমভি তামিম জাহাজ

   মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

  মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মে ১৮, ২০২২, ০৫:৪৪ পিএম


৭ কোটি টাকার গম নিয়ে ডুবল এমভি তামিম জাহাজ

এমভি তামিম নামে লাইটারেজ জাহাজ ৭ কোটি টাকার গম নিয়ে ডুবে গেছে। 

বুধবার (১৮ মে) দুপুরে বঙ্গোপসাগরের ভাসানচরের কাছে জাহাজটি ডুবে যায়। 

মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার কাঁচপুর যাওয়ার পথে ভাসানচরের কাছে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১২ জন নাবিক অক্ষত অবস্থায় অপর একটি জাহাজে করে ফিরে আসেন।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অস্থানকারী এমভি প্রোফেল গ্রিজ নামের জাহাজ থেকে ঢাকার মেসার্স নবী অটো ফ্লাওয়ার মিলের ১৬শ টন গম বোঝাই করা হয় এমভি তামিম নামের লাইটারেজ জাহাজে। বহির্নোঙর থেকে গম নিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে জাহাজটি ঢাকা যাওয়ার পথে ধরে। 

সাগরে ডুবে থাকা অদৃশ্য কোনো বস্তুর সাথে ধাক্কা খেয়ে এমভি তামিম জাহাজের সামনের হেজ ফেটে যায়। 

এতে পানি ঢুকে ভারসাম্য হারিয়ে জাহাজটি ডুবতে শুরু করে এবং অল্পক্ষণের মধ্যে পুরোপুরি ডুবে যায়।

আমারসংবাদ/এআই

Link copied!