Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

শাপলাপুরে কালবৈশাখী ঝড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী প্রতিনিধি

মে ২২, ২০২২, ০৬:২০ পিএম


শাপলাপুরে কালবৈশাখী ঝড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মহেশখালী উপজেলার শাপলাপুর বারইপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ে হেলে পড়া গাছের ডাল পড়ে তোহফা মনি (৭) এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

রোববার (২২ মে) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে তোহফা মারা যান বলে নিশ্চিত করেছেন কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসাইন।

প্রধান শিক্ষক রবিউল দৈনিক আমার সংবাদকে জানান, 'গত ২১ মে শনিবার কালবৈশাখী ঝড়ে একটি গাছ তোহফা মনির বাড়ির চালে হেলে পড়ে। পরে ২২ মে সকালে হেলে পড়া গাছটি সরাতে গিয়ে বাড়ির চালে আটকে থাকা গাছের একটি ডাল নিছে থাকা শিশু শিক্ষার্থী তোহফা মনির ওপর পড়ে। 

তৎক্ষনাৎ শিশুটির পিতা তোহফাকে দ্রুত মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। দুপুরের দিকে সেখানেই তোহফা মারা যান।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কায়েদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষ। শোক জানান স্থানিয় সকল শ্রেণী পেশার মানুষ। আজ জানাযা শেষে তাকে স্থানিয় কবরস্থানে দাপন করা হবে বলে জানা গেছে।

নিহত তোহফা মনি শাপলাপুর বারইপাড়ার শওকত উল্লাহ মেয়ে।

Link copied!