Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সখীপুরে ইভিএমে ভোটে শঙ্কায় ৫ চেয়ারম্যান প্রার্থী 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২৪, ২০২২, ১১:৩৯ এএম


সখীপুরে ইভিএমে ভোটে শঙ্কায় ৫ চেয়ারম্যান প্রার্থী 

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী। 

মঙ্গলবার (২৪ মে) উপজেলার গজারিয়া ইউপির স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন। পাঁচ প্রার্থীর স্বাক্ষর করা আবেদনপত্রের অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তা, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে।

ওই চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- গজারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. নূরুজ্জামান তালুকদার, মোহাম্মদ বাদল মিয়া, মোহাম্মদ হাফিজ উদ্দিন, মো. জাকির হোসেন ও আবদুল লতিফ।

আবেদনে তারা উল্লেখ করেন, সখীপুর উপজেলায় এর আগে কোনো নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়নি। ইউনিয়নের স্বল্প শিক্ষিত ও কৃষক ভোটারেরা ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নন। এ ছাড়া ওই প্রার্থীরা ইভিএমে ভোট কারচুপিরও আশঙ্কা করছেন বলেও আবেদনে উল্লেখ করেন। এসব কারণে তাঁরা ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালট পেপারে ভোট গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে গজারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার বলেন, ‘আমাদের ইউনিয়নের ভোটারেরা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে জানেন না। এ ছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রকার প্রশিক্ষণও দেওয়া হয়নি। তাই ইভিএম বাদ দিয়ে ব্যালট পেপারে ভোট গ্রহণের আবেদন করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক বলেন, ‘আবেদন পেয়েছি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্তটি বাংলাদেশ নির্বাচন কমিশনের। ওই সিদ্ধান্ত মোতাবেক ইভিএম পদ্ধতিতেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি অবাধ সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত ইভিএম পদ্ধতি বাতিলের কোনো সম্ভাবনা নেই।’

আমারসংবাদ/কেএস 

Link copied!