Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নলছিটিতে দু’জনকে জরিমানা 

আরিফুর রহমান, নলছিটি

আরিফুর রহমান, নলছিটি

মে ২৪, ২০২২, ০৫:২২ পিএম


অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নলছিটিতে দু’জনকে জরিমানা 

ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  দু’জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৪ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি মাসুমা আক্তার। 

জরিমানাপ্রাপ্ত দু’জন হলেন- নলছিটি দপদপিয়া ইউনিয়নের আবদুল রশিদ রাঢ়ীর ছেলে লোকমান হোসেন রুবেল (৩৫) ও পৌরসভার অনুরাগ এলাকার মৃত আবদুল ওয়াহেদ হকের ছেলে মোজ্জামেল হক (৫৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ (গ) ধারায় ওই দুই ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুমা আক্তার বলেন, সুহন্ধা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আমারসংবাদ/কেএস 

Link copied!