Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আগুনে পুড়ে বসতঘর ছাই, ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মে ২৪, ২০২২, ০৫:৩৬ পিএম


আগুনে পুড়ে বসতঘর ছাই, ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে দুই ব্যাক্তির তিনটি বসত ঘর পুড়ে গেছে। এতে তাদের চার লাখ টাকার ক্ষতি সাধন হয়েছ। 

মঙ্গলবার (২৪ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপির বাড়ী গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলাল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, দুপুর আনুমানিক আড়াইটায় টেপির বাড়ী গ্রামের ফজলুল হক ও জুয়েল মিয়ার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুণ নিভানোর কাজ শুরু করে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে তিনটি ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তিন বসত বাড়ীর চার লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।

আমারসংবাদ/কেএস 

Link copied!