Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

মে ২৪, ২০২২, ০৭:১৪ পিএম


পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলের উদ্যোগে ও পৌরসভার অর্থায়নে মঙ্গলবার থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। 

প্রথম পর্যায়ে ১৬০ থেকে ১৮০ টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পর্যাক্রমে বাড়বে। এতে করে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় আসবে। থানায় টিভি মনিটর সিস্টেম স্থাপন করা হয়েছে মনিটরিং ও নিয়ন্ত্রণ করবে ভেড়ামারা থানা। রক্ষণাবেক্ষণ করবেন পৌরসভা।

এ বিষয়ে ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল জানান, নাগরিকদের নিরাপত্তা ও অপরাধ কর্মকাণ্ড রোধে
ভেড়ামারা পৌরসভার অর্থায়নে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। 

প্রথম পর্যায়ে ১৬২ টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তবে প্রতি অর্থ বছরে এর সংখ্যা বৃদ্ধি পাবে। এর নিয়ন্ত্রণ মনিটরিং করতে থানায় টিভি মনিটর সিস্টেম স্থাপন করা হয়েছে।  ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিসিটিভিগুলো পর্যবেক্ষণ(মনিটরিং) করবেন।

মেয়র আরও বলেন, এসব সিসি ক্যামেরা স্থাপনের ফলে নাগরিকদের একদিকে যেমন জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে, অপরদিকে অপরাধীরা অপরাধ করলে দ্রুত এর মাধ্যমে চিহ্নিত করাসহ আইনের আওতায় নিয়ে আসা সহজ হবে। শহরে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

আমারসংবাদ/এআই

Link copied!