Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বাকেরগঞ্জে লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

মে ২৪, ২০২২, ০৭:২৪ পিএম


বাকেরগঞ্জে লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

বরিশালের বাকেরগঞ্জে লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বোরো ধান সংগ্রহ অভিযানের লটারীর ড্র অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এ অভিযানের উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা মুছা ঈবনে সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনুপমা দেবনাথ, কলসকাঠীর খাদ্য পরিদর্শক শামীমুল ইসলাম, হলতার খাদ্য পরিদর্শক উন্মে কুলসুমসহ খাদ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। 

উল্লেখ্য, হলতা ও কলসকাঠী খাদ্য গুদামে এলএসডি ২০২১-২০২২ অর্থবছরে লটারীতে বিজয়ী কৃষকদের কাছ থেকে ৪৭৭ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।

Link copied!