Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে যা বললেন পুলিশ সুপার 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

জুন ১৪, ২০২২, ০৩:২৪ পিএম


কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে যা বললেন পুলিশ সুপার 

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কুমিল্লা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, বুধবার (১৫ জুন) অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের ১০৫টি ভোট কেন্দ্র রয়েছে। 

তিনি বলেন, ভোটকেন্দ্রে নিরাপত্তা পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যাপ্ত সংখ্যক মোবাইল কোর্ড কাজ করবে একই সঙ্গে। আমাদের পুরো সিটি করপোরেশন এলাকায় ৭৫টি চেকপোস্ট গঠন করেছি। ১২ প্লাটন বিজিবি থাকবে।

ফারুক আহমেদ বলেন, অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে। সকলে মিলে চেষ্টা করছি, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং ভালো থাকে। কেন্দ্র নিরাপত্তা বাহিরেও কেন্দ্রের ঝুঁকি অনুমান করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  আমরা সকল কিছু মাথায় রেখেই কাজ করছি। 

এসপি আরও লেন, বহিরাগতদের ঠেকাতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। তল্লাশি চালিয়ে চেকপোস্টে একজনকে আটক করা হয়েছে। তার কাছে একটি ছুরি পাওয়া গেছে।

আমারসংবাদ/এআই 

Link copied!