Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ জুলাই, ২০২২, ২১ আষাঢ় ১৪২৯

শ্রীপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

জুন ১৬, ২০২২, ০৬:১০ পিএম


শ্রীপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর থানা পুলিশের আয়োজনে বৃৃহস্পতিবার (১৬ জুন) সকালে থানা চত্বরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার এর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল মোঃ নাজিমউদ্দিন আল আজাদ (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস। 

অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বক্তব্য রাখেন গয়েশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব আব্দুল হালিম মোল্যা, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, ৬ নং  কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, ৭ সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনসহ  আরোও অনেকে। 

আলোচনা সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা, বিকাশ প্রতারণা, ইভটিজিং,  গ্রাম্য দ্বন্দ্ব, বাল্যবিবাহ ও মাদক বিষয় নিয়ে বিশেষ আলোকপাত করেন।

আমারসংবাদ/এআই