Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

টিয়া পাখি চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন, আটক ১

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

জুন ১৭, ২০২২, ০৮:৪১ পিএম


টিয়া পাখি চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন, আটক ১

টিয়া পাখি চুরি করার অভিযোগে মাগুরার শ্রীপুরে কিশোর জীবনকে রশি দিয়ে গাছে ঝুলিয়ে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। উপজেলার আমলসার পশ্চিম পাড়ার দিনমজুর শাহাবুদ্দিনের ছেলে জীবন।  

শুক্রবার (১৭ জুন) বিকেলে শারীরিক নির্যাতনের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় পুলিশ নুর ইসলাম নামের ওই ব্যাক্তিকে আটক করেছে বলে জানা যায়।   

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গাছের আম পারার জন্য বশির মৌলভীর ছেলে নুর ইসলাম একই গ্রামের দিনমজুর শাহাবুদ্দিনের শিশু ছেলে জীবনকে দিয়ে আম পারায়।  পরদিন নুর ইসলামের পোষা একটি টিয়া পাখি হারিয়ে যায়। এতে নুর ইসলাম জীবনকে সন্দেহ করে তাকে ধরে গাছে ঝুলিয়ে বেদম মারপিট করে। এঘটনায় শাহাবুদ্দিন মামলা করতে বাড়ি থেকে বের হলে নুর ইসলামদের ভয়ভীতিতে বাড়ি ফিরে যায়। 

আজ শুক্রবার বিকেলে জীবনকে গাছে ঝুলিয়ে মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় নিন্দার ঝড় ওঠে। সেই সঙ্গে নুর ইসলামের দৃষ্টান্তমূলক বিচারের দাবি ওঠে। 

ঘটনা ভাইরাল হওয়ার পরপরই শ্রীপুর থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ওসি তদন্ত মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি বুধবারের। ভিকটিমের পরিবারের সাথে কথা বলেছি, তারা এখনো মামলা করেনি। কিছুক্ষণ আগে নুর ইসলামকে আমরা আটক করেছি।    

কেএস 

Link copied!