Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

চরফ্যাশনে পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

এম নোমান চৌধুরী, চরফ্যাশন (ভোলা)

এম নোমান চৌধুরী, চরফ্যাশন (ভোলা)

জুন ২২, ২০২২, ০৪:৪২ পিএম


চরফ্যাশনে পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দুলাল মাষ্টারের মেজো ছেলে মামুন (৩৫) বুধবার (২২ জুন) সকালে পুকুরে মাছ ধরতে নামলে জালে উঠে এলো বিরল প্রজাতির মাছ। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ।

শরীরে বাদামি রং,সারা গায়ে সারি সারি ছোট ছোট কাটা এবং ছোট-কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন টাইগার মাছ। 

মাছটি ধরা পড়ার পর থেকে এটি দেখতে বাড়ির আশপাশের লোকজন ভিড় জমায়। মাথা থেকে লেজ পর্যন্ত ৩২ ইঞ্চি লাম্বা মাছটির ওজন প্রায় ৮০০ গ্রাম। মামুন যানান পুকুরের পাশ দিয়ে খাল বয়ে জাওয়ায় খাল থেকে মাছটি পুকুরে প্রবেশ পারে।

এই বিষয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, মাছটি ‘নাম সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। মাছটি না মেরে নদীতে অবমুক্ত করে দেয়ার পরামর্শ দিয়েছে এই মৎস্য কর্মকর্তা।

কেএস