Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

পেকুয়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে রেণু ও জাল জব্দ, জরিমানা

নাজিম উদ্দিন

নাজিম উদ্দিন

জুন ২৭, ২০২২, ০৮:৪৮ পিএম


পেকুয়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে রেণু ও জাল জব্দ, জরিমানা

কক্সবাজারের পেকুয়ায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রায় দুই লাখ ২৫ হাজার চিংড়ি রেণু নদীতে অবমুক্ত করা হয়। এই সময় সাড়ে চার লাখ টাকার ১৫টি বেহেন্দি  জাল, দশটি চিংডি পোনার বড় জালসহ পোনা শিকারের সরাঞ্জামাদি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে ডাকের মালিকরা এ সময় সটকে পড়ে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিনের নেতৃত্বে সোমবার (২৭জুন) দুপুর আড়াই টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পেকুয়া-কুতুবদিয়া চ্যানেলের পাশে মকসুদের মালিকানাধীন ডক ও বদিউল আলমের মালিকানাধীন ডকে এ অভিযান চালানো হয়।

এ সময় বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের জব্দকৃত নৌযানের মালিক সাইফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন বলেন, বিধিনিষেধ অমান্য করে চিংড়ি রেণু আহরণ এবং ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষার্থে সবার সহযোগিতা কামনা করেন।

Link copied!