Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

চট্টগ্রামে একদিনে ৬৬ জনের করোনা শনাক্ত 

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

জুন ২৮, ২০২২, ০১:৪৯ পিএম


চট্টগ্রামে একদিনে ৬৬ জনের করোনা শনাক্ত 

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন। বেড়েছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জন সংক্রমণ হয়। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

এদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ। যা আগের দিন ছিল ৭ দশমিক ০৪ শতাংশ। মঙ্গলবার (২৮ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিন চট্টগ্রামের চৌদ্দটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। 

একই সময়ে বিআইটিআই ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষা করে ২২টি , চমেক হাসপাতাল ল্যাবে ৫৯টি নমুনায় ৯ টি, ইমপেরিয়াল ল্যাবে ৩৯টি নমুনায় ১০টি, ইপিক ল্যাবে ৩৭টি নমুনায় ৩টি, শেভরন ল্যাবে ২৭টি নমুনায় ৫টি, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১২টি নমুনায় ২টি এবং এশিয়ান হাসপাতাল ল্যাবে ১১৯টি নমুনায় পরীক্ষা ৩টি পজিটিভ আসে।
 
সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৬১ জন। বাকিদের মধ্যে আনোয়ারায় ২, পটিয়ায় ১ ও হাটহাজারীতে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

এনিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৭৮ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬২ জন।

Link copied!