Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মাদারীপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুলাই ৬, ২০২২, ০৫:৩৩ পিএম


মাদারীপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২২ এর নির্দেশনা অনুযায়ী বুধবার (৬ জুলাই) সকাল ৯ টায় মাদারীপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ উপলক্ষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পঞ্চাশটি এবং ২০ আনসার ব্যাটালিয়ন কুলপদ্দী, মাদারীপুরে একশটি গাছের চারা রোপণ করা হয়। 

এছাড়াও চার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলায় দশটি করে মোট চল্লিশটি এবং কালকিনি উপজেলাস্থ বালিগ্রাম আনসার ও ভিডিপি ক্লাবে দশটি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা একযোগে রোপণ করা হয়। 

গাছের চারা রোপণের সময় উপস্থিত ছিলেন-আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এবং ২০ আনসার ব্যাটালিয়ন কুলপদ্দী, মাদারীপুরে এর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শরফুজ্জামান। 

এসময় সংশ্লিষ্ট কার্যালয়ের বিভিন্ন পদবীর সকল কর্মকর্তা-কর্মচারী ও আনসার ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এআই 

Link copied!