Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

রামপালে জাতীয় ফল মেলার উদ্বোধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

জুলাই ৬, ২০২২, ০৫:৩৭ পিএম


রামপালে জাতীয় ফল মেলার উদ্বোধন

"বছরব্যাপী ফলের চাষ, অর্থ পুষ্টি দুই-ই আসে" এ প্রতিপাদ্যেকে সামনে রেখে রামপালে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। 

এসময় তার সাথে ছিলেন-রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, সাবেক গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, সাবেক বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। 

পরে কৃষি অফিসে এক আলোচনা অনুষ্ঠান শেষে আবাসন প্রকল্পের নতুন ঘর পাওয়া ৫৪ জন দুস্তর মাঝে ফলদ বৃৃৃক্ষ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

এর পূর্বে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, ২০জন দুস্থ-অসুস্থ ব্যক্তিকে ৫০ হাজার করে টাকার চেক বিতরণ ও মহিলা বিষয়ক দপ্তর থেকে মৎস্যজীবি গ্রামের দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। 

আমারসংবাদ/এআই 

Link copied!