Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ফসলি জমির মাটি কাটায় গ্রেপ্তার ৩

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২২, ০৪:৩৩ পিএম


ফসলি জমির মাটি কাটায় গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছামতি নদীর তীর ঘেষা ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করার দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি ট্রলার সহ মাটি কাটার মেশিন জব্দ করা হয়।

আসামিদের শনিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত হাজী আ. গনির ছেলে মো. শাহ আলম (৩৫), ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামের ইসহাক রাঢ়ীর ছেলে ইকলাছ (২৪),গজারিয়া থানার বাঘাইকান্দী গ্রামের আ. আজিজ খানের ছেলে শামীম খান (৩৬)।

সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, গত সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল আলম তানভীর স্যারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার এবং আমি এই অভিযান পরিচালনা করি। এসময় একটি ট্রলারসহ মাটি কাটার (যন্ত্র) মেশিন জব্দ এবং ট্রলারে থাকা তিনজনকে আটক করে নিয়ে আসি। তাদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কেএস 

Link copied!