Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ঝিনাইদহে ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৪:৫৯ পিএম


ঝিনাইদহে ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ নারী আটক

ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫ ভরি স্বর্ণালংকারসহ এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা নামক স্থানে চাকলাদার পরিবহনের একটি বাস থেকে এ স্বর্ণালংকার উদ্ধার করে ওই নারীকে আটক করা হয়।

আটক মুক্তা খাতুন নারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার মিজানের স্ত্রী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইদহ-মাগুরা সড়কের কালা স্ট্যান্ডে চেকপোস্ট বসায়। সকাল ১০টার দিকে গোয়েন্দা পুলিশের ওসি শাহিন আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল বরিশালগামী চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় বোরকা পড়া এক নারীর হাতব্যাগ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে ওই নারীকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে মুক্তা খাতুন জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে স্বর্ণের এ চালান তিনি ফরিদপুর নেমে তারপরে গাড়ি পরিবর্তন করে ঢাকাতে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।

এসএম

Link copied!