Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

শ্রীপুরে চুরির অপবাদ দিয়ে যুবককে হত্যার অভিযোগে মামলা

মাসুদ রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মাসুদ রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০১:২৩ পিএম


শ্রীপুরে চুরির অপবাদ দিয়ে যুবককে হত্যার অভিযোগে মামলা

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদ দিয়ে যুবক রানা মিয়াকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে নিহতের বাবা আমিরুল ইসলাম।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছন।

মামলায় অভিযুক্তরা হলেন-স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুল করিমের ছেলে শিপন মিয়া (২৫), আকাশ মিয়া (২২), উজ্বল মিয়া (২৫) এবং আবুল কাশেমের ছেলে ইমনসহ (২৬) অজ্ঞাত ৫/৬ জন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়েছে।

ব্যবসায়ী শিপনের মা রোকেয়া আক্তার জানান, শিপন ব্যবসায়ীক কাজে এলাকার বাইরে রয়েছে।

নিহত যুবক রানা মিয়া উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমিরুল ইসলামের ছেলে। অভিযুক্তরা নিহতের বিরুদ্ধে রিকশা ভ্যান চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে রানা মিয়াকে চোরের অপবাদ দিয়ে মুলাইদ (পশ্চিম পাড়া) গ্রামের পিয়ার আলী কলেজের পেছনে পিটিয়ে হত্যা করে। স্থানীয়রা গুরুতর আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বাবা আমিরুল ইসলাম জানান, প্রধান আসামী শিপন ভাঙ্গারী ব্যবসা করে। এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গারি মালামাল সংগ্রহ করে ওই মালামাল ব্যবহার করে ১৫টি ভ্যান গাড়িতে। সম্প্রতি শিপনের পাঁচটি ভ্যানগাড়ি চুরি হয়। শনিবার ভোর রাতে ভ্যানগাড়ি চুরির অভিযোগে রানা মিয়াকে আটকে রাখে শিপন। পরে তাকে পিটিয়ে জিজ্ঞাসাবাদ করেলে তিনটি ভ্যানগাড়ি চুরির কথা স্বীকার করে রানা সে। স্থানীয়রা রানাকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে তাদের সামনেই অভিযুক্তরা তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে রানার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়। স্থানীয়দের সহযোগীতায় তিনি ছেলেকে উদ্ধার করে ম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকৎসা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, বারবার আমি তাদের পায়ে ধরে ছেলেকে মাফ করে দেওয়ার কথা বললে তারা ছাড়েনি। মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেকে নির্যাতন করে বুকের পাজর, দুই হাত-পা ভেঙে পিটিয়ে তারা মেরেই ফেললো। আমার ছেলের শরীরের এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই যে ওই স্থানে আঘাত করেনি। আমার ছেলেকে তারা হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই, সঠিক বিচারের আশায় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে সরাসরি থানায় এসেছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এআই

Link copied!