Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

মঠবাড়িয়ায় গার্ডার ব্রিজসহ তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০২:২৪ পিএম


মঠবাড়িয়ায় গার্ডার ব্রিজসহ তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, মঠবাড়িয়ায় রিভার্স অসমোষিস প্লান্ট (আরও) এর শুভ উদ্বোধন করেন। রোববার সকালে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বিশুদ্ধ পানি সরবারহের জন্য প্রাণীসম্পদ অফিস কার্যালয় সংলগ্ন এ প্লান্ট উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহা. নূর আলম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, ডা. রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মো. মোতালিব হোসেন মো. ফারুক হোসেন, এমপির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমুখ।

এর আগে শনিবার বিকেলে উপজেলার তুষখালী লঞ্চঘাট সংলগ্ন ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত গার্ডার ব্রিজ ও ধানীসাফা বাজার হতে বুড়িরচর গ্রামের ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার শুভ উদ্বোধন করেন তিনি। এসময় স্থানীয় হিরু শরীফের সভাপতিত্বে ও সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. শাকিল আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম টুকু, স্থানীয় জাতীয় পার্টির নেতা মো. শফিকুল ইসলাম, ডা. রুস্তুম আলী ফরাজী অনার্স কলেজের প্রভাষক মো. মোতালিব হোসেন মো. ফারুক হোসেন প্রমুখ।

প্রধান অতিথি ডা. মো. রুস্তম আলী ফরাজী বলেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্ম সেতু নির্মাণ করেছেন। সম্প্রতি পিরোজপুওে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেতু উদ্বোধন করেছেন। এ সেতুগুলোর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে অর্থনৈতিক সাফলতা বৃদ্ধি পাবে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়ন শীল রাষ্ট্র।

এসএম

Link copied!