Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৬ অগ্রহায়ণ ১৪২৯

কলাতলীতে দখলে থাকা ১২ দোকান উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

অক্টোবর ১, ২০২২, ০৮:২৯ পিএম


কলাতলীতে দখলে থাকা ১২ দোকান উচ্ছেদ

কক্সবাজারের কলাতলীতে অবৈধভাবে দখলে থাকা ১২টি দোকান উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। শনিবার দুপুরে কক্সবাজার কলাতলীতে হাইকোর্টের বাতিলকৃত প্লট দখল করে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।

তিনি জানান, হাইকোর্টের বাতিলকৃত প্লটসমূহ অবৈধভাবে দখল করে গড়ে উঠা ঢাকা রান্না ঘর, কুমিল্লা কিচেন, ঢাকা রাঁধুনি রেস্টুরেন্টে এন্ড বিরানি হাউজসহ ৮টি বাস কাউন্টার ও ১ দোকান ভেঙ্গে দেয়া হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, মহামান্য হাইকোর্ট কর্তৃক প্লটসমূহ বাতিল করা হয়; কিন্তু বাতিলকৃত উক্ত প্লটসমূহে অবৈধভাবে রেস্টুরেন্ট, বাস কাউন্টার ও বিভিন্ন দোকান গড়ে উঠে। ফলে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি দখল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর আরো দেড় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

এসএম

Link copied!