Amar Sangbad
ঢাকা বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৬ অগ্রহায়ণ ১৪২৯

ফাঁকা বাড়িতে মিললো মা ও দুই ছেলের অর্ধগলিত মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১, ২০২২, ০৯:০২ পিএম


ফাঁকা বাড়িতে মিললো মা ও দুই ছেলের অর্ধগলিত মরদেহ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুত নতুনপাড়া গ্রামের একটা ফাঁকা বাড়ির টিনের ঘর থেকে মা ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) বেলা ৪ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ গুলো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বেলকুচি থাকা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো। আজ বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে অন্তত ৪-৫ দিন আগে এদের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিআইবি‍‍`র টিমও এসেছেন। তারাও কাজ করছেন। মরদেহ গুলো এখনো উদ্ধার কার্যক্রম চলছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এসএম

Link copied!